জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু করেছে, যার মাধ্যমে ভ্যাট ফেরতের পুরো প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করা যাবে।
এই মডিউলের মাধ্যমে করদাতারা অনলাইনে রিফান্ডের আবেদন জমা দিতে পারবেন, যা যাচাই-বাছাই শেষে অনুমোদিত হলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে। নতুন ব্যবস্থায় এনবিআরের ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) ও অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাসের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত রিফান্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)-এর মাধ্যমে করদাতার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব হবে।
এখন থেকে করদাতারা অনলাইনে মূসক রিটার্ন দাখিলের সময় মূসক-৯.১ ফরম ব্যবহার করে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট সেই আবেদন যাচাই করে আইভাস ও আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে বিইএফটিএন ব্যবহার করে অর্থ স্থানান্তর সম্পন্ন করবে।
নতুন এ পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন জমা দেওয়া বা চেক সংগ্রহের প্রয়োজন হবে না। এতে সময় ও ব্যয় কমবে, পাশাপাশি প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা ও গতিশীলতা।
এনবিআর জানিয়েছে, পূর্বে জমা দেওয়া অমীমাংসিত রিফান্ড দাবিগুলোকেও নতুন অনলাইন সিস্টেমের আওতায় আনতে হবে। মডিউলটি সঠিকভাবে ব্যবহারের জন্য ইতোমধ্যেই সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে এনবিআরের ডিজিটাল রূপান্তর আরও এক ধাপ এগিয়েছে। ভবিষ্যতে ধাপে ধাপে সব কর-সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় করে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।









