রাজশাহী-৪ (বাগমারা) থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ কর্তৃক একই আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে প্রাণনাশের হুমকি, আপত্তিকর, আক্রমনাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার ৬ জানুয়ারি দুপুরে বাগমারা থানা মামলাটি দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মজিদ।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৬ ডিসেম্বর বাগমারা হামির কুৎসা মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্রপ্রার্থী এনামুল হককে উদ্দেশ্য করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় বক্তব্য এবং নৌকার বাইরে কোন মাস্তানি চলবে না বলে বিভিন্ন প্রকার আক্রমণাত্মক বক্তব্য দেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ -এর অনুচ্ছেদ ৭৩ ও ৮৪ ক এবং সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) (গ) ও (ঙ) এর বিধান লংঘন করেছেন মর্মে নির্বাচন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেন। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়।
রাজশাহী-৪ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বাগমারার তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলীয় মনোনয়ন পেয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। আর এ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ২০০৮ সাল থেকেই এলাকার সংসদ সদস্য। পরপর তিনটি নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে তিনি নৌকা প্রতীক নিয়ে করলেও এবার মনোনয়ন পাননি। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি নির্বাচন করছেন।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কালামের বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ জমা পড়েছে। তাকে বেশ কয়েকবার কারণ দর্শানোর নোটিশও দেয় এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত সোমবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে সুপারিশ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি।







