সংযুক্ত আরব আমিরাতে দিনের বেলাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ১০ এপ্রিল বুধবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
খালিজ টাইমস জানাচ্ছে, মঙ্গলবার ৯ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
আল-খাত জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে তোলা ছবিটি প্রকাশ করেছে অ্যাস্ট্রোনমি সেন্টার। পর্যবেক্ষণাগার থেকে চাঁদের ছবিটি যখন তোলা হয়, তখন মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে খালি চোখে দেখা যাচ্ছিল না।

এদিকে আমিরাতের মতো সৌদি আরবেও গতকাল ঈদ-উল-ফিতরের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার ১০ এপ্রিল ঈদ উদযাপিত হবে।








