সৌদি আরবে বাংলাদেশী মসলার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে।
আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব বাংলাদেশি মশলার জন্য একটি ক্রমবর্ধমান রপ্তানির গন্তব্য। বাংলাদেশের উৎপাদকদের পণ্যের উন্নত গুণমান বজায় রাখার পাশাপাশি প্রবাসীদের জন্যই সৌদিতে বাংলাদেশের মশলার চাহিদা দিন দিন বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে, বাংলাদেশ চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত উপসাগরীয় দেশগুলোতে ১৭ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মশলা রপ্তানি করেছে, যার অর্ধেকেরও বেশি রপ্তানি হয়েছে সৌদি আরবে।
বাংলাদেশের খাদ্য সংস্থা বিডি ফুডের রপ্তানি প্রধান মোহাম্মদ সাজ্জাদুল করিম বলেছেন, সৌদি আরবের উপসাগরীয় অঞ্চল আমাদের শীর্ষ রপ্তানি গন্তব্য। এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ওমান। সৌদি আরবে আমরা ক্রমবর্ধমান চাহিদা লক্ষ্য করছি। আমাদের সমস্ত ভোগ্যপণ্য নির্মাতারা সাম্প্রতিক বছরগুলোতে আরও ভাল মানের পণ্য উৎপাদন করছে। আমাদের মসলা ভারতীয় মশলাকে পাশ কাটিয়ে উপসাগরীয় বাজারে প্রবেশ করছে। এটা বড় একটি অর্জন।
২৬ লাখেরও বেশি বাংলাদেশির পাশাপাশি প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক বর্তমানে সৌদি আরবে বসবাস করেন। দু’দেশের নাগরিকদের একই রকম খাবারের পছন্দ। পাশাপাশি সৌদিয়ানরাও বাংলাদেশী মসলার দিকে ঝুঁকছেন এটাও ওই দেশে আমাদের উৎপাদিত মসলা রপ্তানি বাড়ার অন্যতম কারণ ।







