চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দিনাজপুরের সেই মেয়রকে বরখাস্তের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

দিনাজপুর পৌরসভার মেয়র পদ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত ১ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সেই সাথে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আর এই রুল শুনানি জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

Bkash

জাহাঙ্গীরের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন। আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুসার কান্তি রায়।

আপিল বিভাগের একজন বিচারপতিকে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রেক্ষাপটে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের সে আদেশ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা পরিশোধ ও ১ মাস কারাভোগ করেন জাহাঙ্গীর। অন্যদিকে তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্যানেল মেয়রকে দায়িত্ব দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View