গাজায় হামাস-ইসরায়েলের যুদ্ধে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ২’শ ছাড়িয়েছে, যার মধ্যে ৭ হাজারেরও বেশি শিশু রয়েছে।
আজ (৬ ডিসেম্বর) বুধবার গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৬ হাজার ২শ ৪৮ জন।
এই সংখ্যায় ৭ হাজার ১’শ ১২ জনই শিশু এবং ৮ হাজার ৮’শ ৮৫ জন মহিলা রয়েছেন। ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়ে নিখোঁজ আছেন প্রায় ৭ হাজার ৬’শ জন।
এরমধ্যে ডাক্তার একং নার্সসহ ২’শ ৮৬ জন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিহতের সংখ্যা ৮১ জন। এছাড়াও ৩২ জন সিভিল ডিফেন্স সদস্য নিহত হয়েছেন।
এই পরিসংখ্যান অনুযায়ী গাজায় আহতের সংখ্যা ৪৩ হাজার ৬শ ১৬ জন। কমপক্ষে ১৫ লাখ মানুষকে জোরপূর্বক বাড়িঘর থেকে বাস্তুচ্যুত করা হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বাস্তুচ্যুতদের খাবার, পানি এবং পর্যাপ্ত আশ্রয় প্রদান করা কঠিন হয়ে উঠেছে।







