নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আজ রোববার (২২ জুন)। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখা জানিয়েছে, আজ বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী দলগুলো আবেদন জমা দিতে পারবে।
ইসি সূত্র জানায়, এখন পর্যন্ত প্রায় ১০০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি দলের আবেদনের ভিত্তিতে ইসি প্রায় দেড় মাস সময় বাড়িয়েছিল। আজও এনসিপিসহ কয়েকটি দল তাদের আবেদন জমা দেবে বলে জানা গেছে।
দল নিবন্ধন আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য দলকে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি অন্তত এক-তৃতীয়াংশ জেলা কমিটি ও ১০০টি উপজেলা কমিটি গঠন করতে হয়। এছাড়া, দলের পূর্বে নির্বাচিত সংসদ সদস্য থাকলে বা সর্বশেষ জাতীয় নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে তা নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৫০। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর নতুন করে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, গণঅধিকার পরিষদ (নুরুল হক নুর), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে। এসব দল আবেদন করার পাঁচ থেকে ছয় বছর পর আদালতের নির্দেশে নিবন্ধন পায়।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দল নিবন্ধন প্রথা চালু হয়। শুরু থেকে এ পর্যন্ত ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা, শর্ত ভঙ্গ এবং আদালতের রায়ে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে। বাতিল হওয়া দলগুলোর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।
সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে পেলেও নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।









