পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার ৬ জুন সন্ধ্যা ৭টায় ভাষণে ড. ইউনূস দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাবেন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
একইসঙ্গে তিনি জাতিকে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানাবেন। জাতির উদ্দেশে দেওয়া এ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ রাষ্ট্রীয় অন্যান্য সম্প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করবে।
বর্তমান রাজনৈতিক সংলাপ, নির্বাচন প্রস্তুতি, এবং প্রশাসনিক উত্তরণের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এ ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।









