দেশের ব্যবসা-বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন বাবদ আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৮০ হাজার ৪৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবনা দেয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে ৮৫ হাজার ১৯১ কোটি টাকা বরাদ্দ ছিল।
আজ বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংসদে প্রায় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এসময় এই খাতে বরাদ্দের পরিমাণ ও পরিকল্পনা তুলে ধরেন তিনি।
বাজেট প্রস্তাবনা পেশকালে মন্ত্রী বলেন, ২০৪১ সাল নাগাদ ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং আরও দশটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ৬টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়াপুর থেকে নিমতলী-কেরানিগঞ্জ-ফতুল্লা- বন্দর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ পর্যন্ত ৩৯.২৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, আগামী অর্থবছরে নতুন ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রো লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ যুক্ত হবে এবং পুনর্বাসনকৃত ১০০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ রেল পরিবহনে সংযোজন করা হবে।
তিনি আরও বলেন, নৌপথকে নিরাপদ, যাত্রীবান্ধব, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এবং কার্যকর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌপরিবহণ ব্যবস্থা সুসংহত করার নিমিত্ত নৌবন্দরসমূহের আধুনিকীকরণ, নৌপথসংরক্ষণ, নৌসহায়ক যন্ত্রপাতি স্থাপন, নৌযান উদ্ধারকারী জাহাজ সংগ্রহসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।









