কারিনা কাপুর খানের নতুন সিনেমা থ্রিলার রহস্যে ভরা দ্য বাকিংহাম মার্ডারস ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে মাত্র ১ কোটির কিছু বেশি রুপি আয় করেছে এই ছবি।
সাচনিল্কে বলা হয়েছে, শুক্রবার ১ কোটি ১৫ লক্ষ রুপি আয় করতে পেরেছে ছবিটি। ছবির ৮০% সংলাপ ইংরেজিতে, মাত্র ২০ শতাংশ হিন্দিতে। মুক্তি পেয়েছে ডাবিং করা হিন্দি ভার্সনও। এই সপ্তাহে নতুন আর কোনো বলিউড সিনেমা মুক্তি পায়নি। তাই সিনেমাটি নিয়ে বক্স অফিস বিশেষজ্ঞদের প্রত্যাশা বেশি ছি। কিন্তু ফাকা মাঠেও গোল দিতে পারলো না সিনেমাটি।
কারিনার আগের ছবি ‘ক্রু’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। মুক্তির প্রথম দিনে ছবিটি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর দশ গুণ আয় করেছিল শুধু ভারতের বক্স অফিসেই।
ক্রাইম-ড্রামা এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে শুরু থেকেই উদ্দীপনা নজরে এসেছে। ট্রেলার সেই পারদ বাড়িয়েছে আরও একধাপে। ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা গেছে কারিনাকে।
হংসল মেহতা পরিচালিত ‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার গল্প লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মস।
পাশাপাশি শোভা কাপুর, একতা কাপুর এবং কারিনা কাপুরও প্রযোজনার দায়িত্বে আছেন। এই ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হয়েছে কারিনার।
সূত্র: হিন্দুস্তান টাইমস









