Advertisements
৭ হাজার বোনের ভাই হয়ে সাড়া ফেলেছেন এক শিক্ষক। ভারতের বিহারের পটনায় বিখ্যাত খান স্যার ৭ হাজার রাখি পেয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন। এবার রাখি বন্ধনের দিনে খান স্যারের ছাত্রীরা তাকে রাখি পরাতে ভিড় জমায়। হাতের কব্জি থেকে বাহু পর্যন্ত রাখি পরানো হয়েছে তাকে।






