অ্যাশেজের দ্বিতীয় টেস্টে লর্ডসে প্রথম ইনিংসে ব্যাটে ভালো অবস্থানে রয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪১৬ রানের জবাবে সমানে লড়ছে থ্রি লায়ন্স দলটি, শুরু থেকেই আক্রমণাত্মক ‘বাজ বল’ খেলছে বেন স্টোকসের দল। দ্বিতীয় দিন শেষে ১৩৮ রানে পিছিয়ে স্বাগতিকরা, হাতে ৬ উইকেট।
ইনিংসের শুরুটা দুর্দান্ত হয়েছে ইংল্যান্ডের, ডান ও বাঁহাতি দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট ৯১ রানের জুটি গড়েন। ইংল্যান্ড প্রথম ধাক্কা খায় তারপর, অফস্পিনার নাথান লায়নের বলে আউট হওয়ার আগে ৪৮ রান করেন ক্রলি। ফিফটি তুলে নেন অপর ওপেনার ডাকেট।
সেঞ্চুরির কাছে গিয়ে হতাশায় পুড়তে হয়েছে আরেক ওপেনারকে। ৪৩তম ওভারে এসে ৯৮ রানে থাকা ডাকেটকে শট বল দেন হ্যাজেলউড। পুল করতে গিয়ে ব্যাটের উপরে লেগে থার্ডম্যানে ওয়ার্নারের হাতে ক্যাচ দেন ডাকেট।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ৬১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে ইংল্যান্ড। ৪৫ রানে হ্যারি ব্রুক এবং ১৭ রানে স্টোকস ব্যাট করছেন।
খেলা শুরুর আগে ইংল্যান্ডের সাবেক ওপেনার ৪৬ বর্ষী অ্যান্ড্রু স্ট্রাউস তার দুই সন্তান স্যাম এবং লুকাকে নিয়ে মাঠে উপস্থিত হন। মাত্র ৪০ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা যাওয়া তার সঙ্গীনী রুথ স্ট্রাউসের প্রতি সম্মান জানিয়ে সকল খেলোয়াড় ব্যাগি রেড পরে মাঠে হাজির হন। অ্যাশেজে ‘রেড ফর রুথ’ তহবিল সংগ্রহের অংশ হিসেবে স্ট্রাউসের দুই ছেলে ঘণ্টা বাজিয়ে খেলা শুরুর ঘোষণা দেন।

রুথ স্ট্রাউসকে শ্রদ্ধা ও স্মরণে ‘রেড ফর রুথ’ নামের একটি ফাউন্ডেশন করা হয়েছে। যেখানে ক্যান্সারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তহবিল সংগ্রহ করতে সকল খেলোয়াড়, দর্শক এবং সম্প্রচারকরা লাল ক্যাপ পরিধান করেন।

৫ উইকেট হারিয়ে ৩৩৯ রানে প্রথমদিন শেষ করা অস্ট্রেলিয়ার সকাল শুরু হয় স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির ব্যাটে। দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুজনে। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন উইকেটকিপার-ব্যাটার ক্যারি। এরপর মিচেল স্টার্ক আউট হলেও শতকের দেখা পান স্টিভেন স্মিথ।
গতকাল ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পাওয়া অলি পোপ বেশ ভুগেছিলেন, আজ নেটে ব্যাট করতে গিয়ে ব্যথা পেয়েছেন। তার জায়গায় বদলি হিসেবে নেমেছেন ডানহাতি পেস অলরাউন্ডার ক্রিস ওকস।

৯২তম ওভারে সেঞ্চুরি থেকে একরান দূরে দুর্দান্ত কাভার ড্রাইভে ক্যারিয়ারের ৩২তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ৩৪ বর্ষী ডানহাতি স্মিথ। ৯৫.২ ওভারে টাংয়ের বলে স্লিপে ক্যাচ দেন ক্রিজে থিতু হয়ে যাওয়া স্মিথ। সেই ক্যাচ নিতে ভুল করেননি স্লিপে থাকা বেন ডাকেট, আউট হওয়ার আগে অজিম্যান করে যান ১১০ রান।
৯৭তম ওভারে দলীয় ৪০০ রান পূর্ণ হয় অস্ট্রেলিয়ার। এরপর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি প্যাট কামিন্সের দল। ১০০.৪ ওভার খেলে ৪১৬ রানে অলআউট হয়।

ইংল্যান্ডের দুই পেসার জশ টাং ও অলি রবিনসন তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন পার্টটাইম অফস্পিনার জো রুট এবং একটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটের দুর্দান্ত জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।








