মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিনেই অ্যাশেজের চতুর্থ টেস্টের খেলা শেষ হয়েছিল। দ্বিতীয় দিন বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল পেসার গাস অ্যাটকিনসনকে। এবার দলটি নিশ্চিত হয়েছে, শেষ টেস্টে সিডনিতে অ্যাটকিনসনকে পাচ্ছে না বেন স্টোকস। অ্যাশেজে তৃতীয় পেসার হিসেবে ছিটকে গেলেন এ তারকা পেসার।
আপাতত বদলি হিসেবে কোনো বোলারকে দলে ডাকছে না ইংলিশরা। দলে থাকা ডানহাতি পেসার ম্যাথু পটকে আপাতত শেষ ম্যাচের জন্য বিবেচনা করা হচ্ছে। মার্ক উড, জফরা আর্চারের চোট পাওয়া দলের সাথে যুক্ত হলেন অ্যাটকিনসন। অবশ্য প্রথম টেস্ট থেকেই এ তিন পেসার সেরা একাদশের জন্য বিবেচনা করা হচ্ছিলো।
২৭ বর্ষী অ্যাটকিনসনকে যখন চতুর্থ টেস্টের জন্য ডাকা হয় তখন তিনি ভালো ফর্মে ছিলেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩ উইকেটে নেয়ার পর ব্যাট হাতে ২৮ রান করেন। দ্বিতীয় দিন সকালে তার স্পেলের চতুর্থ ওভারের শেষে বাম হ্যামস্ট্রিংয়ে আঘাত পান এবং তখনেই মাঠ ছাড়তে হয়। একই দিনে ইংল্যান্ড চার উইকেটের জয় তোলে।
অ্যাটকিনসন কবে ইংল্যান্ডে ফিরবেন তা নিশ্চিত নয়। বছরের শুরুতে এ পেসার ডান হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়ে দুই মাস মাঠের বাইরে ছিলেন। অ্যাটকিনসনের অনুপস্থিতির ডারহামের পটস শেষ ম্যাচ খেলার অপেক্ষায় আছেন যিনি এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছেন। তবে অ্যাশেজে অভিষেকের অপেক্ষায় ছিলেন।









