অতিশিগগিরই সেনবাহিনী প্রধান সকল ছাত্র শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছে সেনাবাহিনী।সোমবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
এর আগে, সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা দেশে শান্তি ফিরিয়ে আনব। আমাদের সহযোগিতা করুন।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয় করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন।
কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।
এর আগে ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। দুপুর ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তিনি দেশ ছেড়েছেন। সোমবারে ৫ আগস্ট দুপুরে তারা দেশ ছাড়েন।









