প্রকাশ্যে ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। ষাটের দশকের প্রেক্ষাপটে রিভারডেল শহরের ১৭ বছর বয়সী কিছু স্কুল শিক্ষার্থীকে নিয়েকে নিয়ে এই ছবির গল্প।
ছবিতে ‘ভেরোনিকা’ চরিত্রে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। ট্রেলারে তাকে বলতে শোনা গেছে, ‘রিভারডেলের মনে রাখা উচিত ভেরোনিকা ফিরে এসেছে’! শুধু তাই নয়, ভেরোনিকা তার বাবাকে বলে, ‘তোমার জন্যই আমার বন্ধুরা আমাকে ঘৃণা করে’। বাবার বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে তাকে।
ছবিতে ‘আর্চি অ্যান্ড্রুস’ চরিত্রে অভিনয় করেছেন বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। মিউজিকই তার সবকিছু। তবে পরিবার পছন্দ করে না তার এই মিউজিক প্রেম। শ্রীদেবী কন্যা খুশি কাপুর অভিনয় করেছেন ‘বেটি’ চরিত্রে। ট্রেলারে দেখা গেছে আর্চি, বেটি, ভেরোনিকাদের প্রেম, বন্ধুত্ব আর সবুজের জন্য লড়াই।
৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস’। এই ছবিতে সুহানা,অগস্ত্য ও খুশি ছাড়াও থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। পরিচালনা করেছেন জোয়া আখতার।

সূত্র: হিন্দুস্তান টাইমস








