ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এই মন্ত্রণালয়ের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পদে এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হলো।
এর আগে গত মঙ্গলবার ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এহসানুল হক সমাজীকে পিপি পদে নিয়োগ দেওয়া হয়।
গত ২৮ আগস্ট এই খবর প্রকাশিত হওয়ার পর দুপুরে বিএনপিপন্থি আইনজীবীরা সাধারণ আইনজীবীর ব্যানারে ঢাকা আইনজীবী সমিতির সামনে এই নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করেন। পরে পিপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা।
এরপর পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ব্যক্তিগত ও পারিবারিক কারণে এই পদ ছাড়ার ঘোষণা দিয়ে অ্যাডভোকেট সমাজী বলেন, ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে ৩৮ বছর ধরে পেশাগত মর্যাদাকে প্রাধান্য দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছি।
তিনি বলেন, এখন পেশাগত মর্যাদা রক্ষার স্বার্থে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পিপি পদে যোগদানে অপারগতা প্রকাশ করছি বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত।









