বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়া পল্টনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এই ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
ডাক্তার জাহিদ জানান, গত ১৭-১৮ বছরে যারা গুম ও শহীদ হয়েছেন, আন্দোলনে নিহত হয়েছেন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করবে হবে।









