সরকারের নানা ব্যর্থতার প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। সরকারের কথিত সংস্কারের ঘোষণা বাস্তবে কোনো ফল বয়ে আনেনি।
আজ (৫ জুলাই) শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এই সরকারের ব্যর্থতার কোনো সীমা নেই। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও তারা কোনো খাতে শৃঙ্খলা ফেরাতে পারেনি। সংস্কারের কথা বলা হলেও এখন পর্যন্ত একটি কার্যকর সংস্কারও হয়নি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, সাবেক সিইসি কে এম নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। পারলে বিচার করে শাস্তি দিন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো নয়। দেশের পরিস্থিতি ভয়াবহ রকমের নৈরাজ্যকর হয়ে উঠছে। সারাদেশে এখন চলছে মবোক্রেসি।
মবোক্রেসি প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব কীভাবে—সেটা এখন বড় প্রশ্ন। ভালো নির্বাচনই আজ সবচেয়ে বড় সংস্কার হতে পারে।









