টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় হেদায়াতি বয়ান।
মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এরপর দুপুর ১২ টা ৩৮ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। দুপুর ১টা ৭ মিনিটে আধা ঘণ্টার এই আখেরি মোনাজাত শেষ হয়। গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয় এই পর্বের বিশ্ব ইজতেমার কর্মসূচি।









