চতুর্থ দফায় সারাদেশ জুড়ে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচি রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে তবে শনিবার রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে দুরবিত্তরা।
এর মধ্যেই সকাল থেকে স্বাভাবিক অবস্থায় যানচলাচল করতে দেখা গেছে রাজধানীতে। সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজার আচার-অনুষ্ঠান এবারের অবরোধের আওতামুক্ত থাকবে। এছাড়াও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী যানবাহন অবরোধের আওতামুক্ত।
কর্মসূচি সফল করতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সার্বক্ষণিক বিভিন্ন বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।







