প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার দুপুরে প্রধান বিচারপতির কক্ষে প্রায় আধা ঘণ্টার সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ও যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার।
সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজেসহ কমিশনের দুজন বিচার বিভাগে দীর্ঘদিন কাজ করেছি। তিনি অবসরে যাবেন। তাই ওনার সাথে আর দেখা হবে কি হবে না, সেজন্য দেখা করে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’







