থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রথমবারের মত আয়োজিত হচ্ছে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬। প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে নেমেছিল বাংলাদেশ এবং ভারত। র্যাঙ্কিংয়ে বেশ খানিকটা পিছিয়ে থাকা বাংলাদেশ রুখে দিয়েছে ভারতকে। ম্যাচের পর বাংলাদেশের অধিনায়ক রাহবার খান বলেছেন, শক্তিশালী ভারতের বিপক্ষে আমরা একটি ভালো ম্যাচ খেলেছি।
ম্যাচের পর সংবাদমাধ্যমে অধিনায়ক রাহবার খান বলেন, ‘আপনারা জানেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে আসরের শুরু করেছি। ভারত ফুটসালে অনেক শক্তিশালী একটি দল। ম্যাচটি ৪-৪ সমতায় শেষ হয়েছে। ম্যাচে আমরা কয়েকবার লিড নিয়েছিলাম, কিন্তু সেটি ধরে রাখতে পারিনি। তবে দলের খেলোয়াড়দের নিয়ে খুব খুশি।’
‘আমি মনে করি আমরা একটি ভালো পারফরম্যান্স উপহার দিয়েছি। আসরটির জন্য এটি একটি ভালো শুরু। আপনারা আমাদের খেলা দেখতে থাকুন এবং সমর্থন দিয়ে যান। এটি মাত্র শুরু এবং আমরা আরও উন্নতি করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।’
৪-৪ গোলের ম্যাচে দুটি করে গোল করেছেন বাংলাদেশের অধিনায়ক রাহবার খান ও মো. মঈন আহমেদ। ১৬ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ মালদ্বীপ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।









