Site icon চ্যানেল আই অনলাইন

রাজতন্ত্রের সমালোচনা করার জন্য এমপি’র কারাদণ্ড

থাইল্যান্ডের মহিলা এমপি রুকচানোক আইস শ্রীনর্ককে দেশের কঠোর লেস-ম্যাজেস্ট (রাজতন্ত্রের বিরুদ্ধে অপরাধ) আইনের অধীনে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির রাজতন্ত্র নিয়ে সমালোচনামূলক টুইট করার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

বিবিসি জানিয়েছে, কারাদণ্ড দেয়া হলেও এই অভিযোগ অস্বীকার করেছেন রুকচানোক। দোষী সাব্যস্ত হবার পর রুকচানোক লেস-ম্যাজেস্ট আইনের সংস্কারের আহ্বান জানিয়েছেন।

মুভ ফরোয়ার্ড পার্টিতে যোগদানের আগে করা দুটি পোস্টের কারনে রুকচানোককে ব্যাংককের একটি আদালত দোষী সাব্যস্ত করে। প্রথমটিতে, তিনি দেশটির রাজার বিরুদ্ধে মহামারি পরিচালনার সমালোচনা করেছিলেন এবং দ্বিতীয়টিতে একটি টুইট শেয়ার করেন যেখানে রাজতন্ত্রের সমালোচনা করা হয়েছিল।

গত মে মাসে দেশটির সাধারণ নির্বাচনে রুকচানোক মুভ ফরোয়ার্ড প্রার্থীর অনেক প্রভাবশালী নেতাদের পাশ কাটিয়ে ব্যাং বন থেকে এমপি নির্বাচিত হন। আসনটি থেকে জয়ী হওয়ায় থাই মিডিয়া আউটলেট তাকে “জায়ান্ট-কিলার” ডাকনাম দিয়েছিল।

২০২০ সালে লেস-ম্যাজেস্ট আইন দেশটিতে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয় যা বেশ কয়েক মাস স্থায়ী হয়েছিল। থাই লয়ার্স ফর হিউম্যান রাইটসের মতে, ২০২০ সাল থেকে লেস-ম্যাজেস্ট আইনের অধীনে প্রায় ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে।

Exit mobile version