বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার কার্লোস তেভেজ। মঙ্গলবার রাতে বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। পরে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়িতে ফিরেছেন ৪০ বর্ষী তারকা।
ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোচের বাড়ি ফেরা নিয়ে লিখেছে, ‘৪০ বর্ষী কোচকে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বিশ্রাম শেষে বৃহস্পতিবার কাজে যোগ দেবেন।’
আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, তেভেজের উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে এবং কিছু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
‘বুকে ব্যথার কারণে আমাদের কোচ কার্লোস তেভেজ সান ইসিড্রোর ত্রিনিদাদ হাসপাতালে গেছেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, তার ফল সন্তোষজনক। তবে সাবধানতা হিসেবে আপাতত সেখানে থাকবেন তিনি।’ হাসাপাতালে ভর্তির পর মঙ্গলবার এমন তথ্য জানিয়েছিল তেভেজের ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্ট।








