১৮৭৭ সালের ১৫ মার্চ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি হবে। দেড়শ বছর পূর্তি ঘিরে ২০২৭ সালে মেলবোর্নেই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল ১৮৭৭ সালে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মুখোমুখি হয়েছিল প্রতিদ্বন্দ্বী দল দুটি। প্রথম টেস্ট ম্যাচটা ৪৫ রানে জিতে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া।
২০৩০ সালেও একটি বিশেষ টেস্ট খেলবে দল দুটি। সেটি হতে পারে লন্ডনের ওভালে। ১৮৮০ সালে নিজেদের মাঠে প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচ হয়েছিল ওভালে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও একই ভেন্যুতে হয়েছে।









