রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের মতো ফের সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ফিরলেন ৭৮ রানে। আশা জাগিয়ে সেঞ্চুরির দেখা পেলেন না, থামতে হল টানা তৃতীয় ফিফটি নিয়ে। চা বিরতির আগে ফিরে গেছেন তাসকিন আহমেদও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে বাংলাদেশ। বিপর্যয়ে হাল ধরা লিটন ১৪২ বলে ৮৮ রানে অপরাজিত আছেন, সঙ্গী হাসান মাহমুদ ১৫ বলে ১ রান। বাংলাদেশ এখনও ৭৪ রানে পিছিয়ে।
বৃষ্টিতে প্রথমদিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। দারুণ ভূমিকা রেখেছেন স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন।
মিরাজ ফিফটি করে ম্যাচে ৫ উইকেট ও ফিফটি পাওয়ার দারুণ কীর্তি গড়েছেন। ম্যাচে পাঁচ উইকেট ও ফিফটি ২৬ বর্ষী তারকার ক্যারিয়ারে দ্বিতীয়বার অর্জন। প্রথমবার কীর্তিটি গড়েছিলেন ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। অপরাজিত ৬৮ রানের পাশাপাশি ৩৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
সেঞ্চুরির পথে ছুটতে থাকা মিরাজকে ফেরান খুররম শাহজাদ। তাকে ফিরতি ক্যাচ দিয়ে ১২৪ বলে ৭৮ রান করে আউট হন তিনি। পরের ওভারে তাসকিনকেও ফেরান শাহজাদ। ৫ বলে ১ রান করে সাজঘরের পথ ধরেন তাসকিন।
বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন টসই হয়নি। দ্বিতীয় দিনে টসে হেরে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে আড়াইশ পেরোয়, অলআউট হয় ২৭৪ রানে। সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ।









