নয় মাস পর টেস্ট দলে ফিরে একাদশে জায়গা পেয়েছেন লুনগি এনগিদি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়া একাদশে আছেন তারকা পেসার। সবশষ খেলা টেস্ট একাদশ থেকে একটি পরিবর্তন এনেছেন সাউথ আফ্রিকা।
বুধবার লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মহারণে লড়বে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। একদিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে সাউথ আফ্রিকা। গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে খেলা কিউনা মাফাকাকে ফাইনালের দলেই রাখেনি প্রোটিয়ারা। পরিবর্তে এসেছেন এনগিদি।
গত বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেন এনগিদি। বাংলাদেশ সফরের টেস্ট দলে থাকলেও খেলা হয়নি। কুচকির চোটে ২৯ বর্ষী পেসার এরপর খেলতে পারেননি ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। চলতি বছরের শুরুর দিকে সাদা বলের ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন। খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবারের আইপিএলেও খেলেছেন তিনি।
ফাইনালে অভিজ্ঞ স্পিনার হিসেবে কেবল কেশব মহারাজকে নিয়ে নামবে সাউথ আফ্রিকা। পেস ইউনিটে এনগিদির পাশাপাশি আছেন কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। আর মিডিয়াম পেস করেন উইয়ান মুল্ডার।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রোটিয়া একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুনগি এনগিদি।









