মুন্সিগঞ্জের শ্রীনগরে দলিল লেখক সমিতির অফিস ঘর কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৫টি অফিস রুম পুড়ে গেছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ বহু দলিল, জমির পর্চা এবং নকশাসহ অনেক কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (৬ জুলাই) সকালে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, রাত পৌঁনে ২টার দিকে উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখকদের অফিস কমপ্লেক্সে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত ২টার কিছুক্ষণ আগে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দুটি ইউনিট নিয়ে চলে আসে। আগুনের ভয়াবহতা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়তে থাকলে পরবর্তীতে মুন্সিগঞ্জ সদর ও লৌহজং থেকে আরও দুই ইউনিট যোগ দেয়।
তবে ফায়ার সার্ভিস কতৃপক্ষ আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি।









