গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর অন্তত ৬টি ইউনিট।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি ঝুটের গোডাউন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা প্রথমে গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের একাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেওয়ার পথে রয়েছে।
কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইনস্পেক্টর সাইফুল ইসলাম জানান, ‘বর্তমানে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আশপাশে বেশ কয়েকটি ঝুটের গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।









