কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৫ টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪ ও ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দের সাথে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার জানিয়েছেন টেকনাফের আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছে। দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৩০/৩৫ টি বাড়ি ঘর ও স্থাপনা ভস্মীভূত হয়েছে।
আগুনের সুত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বলে তিনি জানিয়েছেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে ও ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার পৃথক দুটি ক্যাম্পে (নিবন্ধিত শরণার্থী ক্যাম্প ও ক্যাম্প-৪) অগ্নিকান্ডের ঘটনায় একটি হাসপাতাল সহ ৫ টি ঘর পুড়ে যায়।









