দীর্ঘ ১৮ ঘণ্টা প্রচেষ্টার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মেডিকেল সরঞ্জাম তৈরির কারখানা অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা অংশ নেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ ১৭ অক্টোবর শুক্রবার ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সাততলা ভবনটি প্রায় সম্পূর্ণ ধসে পড়ে এবং কারখানার সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভবনের ভেতরের কাঠামো ধসে পড়ায় এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে কেবলমাত্র স্টিলের কাঠামো দাঁড়িয়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই ভয়াবহ ছিল যে ভবনটির ভেতরে থাকা যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত পণ্য কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বেপজার পক্ষ থেকে ৫ সদস্যের এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর দুপুর দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। দুটি কারখানাই একই ভবনে অবস্থিত ছিল। ভবনের সাততলায় গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। রাতে কারখানার ভেতরে একাধিক ছোট বিস্ফোরণের শব্দও শোনা যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রচণ্ড তাপ, দাহ্য পদার্থের আধিক্য ও কাঠামোর জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আর্থিক ক্ষয়ক্ষতি বিপুল পরিমাণ বলে ধারণা করা হচ্ছে।









