তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানসহ পার্শ্ববর্তী দেশ জাপান ও ফিলিপিন্সে। কম্পন অনুভূত হয়েছে চীনেও। তাইওয়ানের হুয়ালিয়েনের একাধিক বাড়ি হেলে পড়েছে।
বিবিসি জানিয়েছে, গতকাল ৩ এপ্রিল স্থানীয় সময় বুধবার সকাল ৭ টা ৫৮ মিনিটে পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ির ভিত্তিপ্রস্তর নড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে কয়েকজন আটকে থাকতে পারেন এবং প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। ইতিমধ্যে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। প্রাণহানিরও আশঙ্কা আছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।








