মানিক রায়: ঝালকাঠির রাজাপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে বিরাজ করছে চরম উত্তেজনা। জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ ১৩ আগস্ট বুধবার রাত ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মার্কেট চত্বর এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। মঙ্গলবার রাত ১০টা থেকে এই ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, একই স্থানে পৃথক দুটি রাজনৈতিক দলের সমাবেশের ঘোষণা এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গেছে, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বরে র্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপির একটি অংশ। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের নাম উল্লেখ করে দাওয়াতপত্র বিতরণ করা হয়।
অন্যদিকে, একই স্থানে এবং একই সময়ে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় উপজেলা যুবদলের অপর একটি অংশ। যুবদলের প্যাডে ছাপানো আমন্ত্রণপত্রে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং সদস্যসচিব আনিছুর রহমানকে অতিথি হিসেবে উল্লেখ করা হয়।
পাল্টাপাল্টি সমাবেশের খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার রাতেই উপজেলা পরিষদ মার্কেট চত্বর এলাকায় দু’পক্ষ পৃথক মঞ্চ নির্মাণ করে এবং শব্দযন্ত্র ব্যবহার শুরু করে। এছাড়া, সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও এলাকায় অবস্থান নেওয়ার কারণে পুরো রাজাপুর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উপজেলা প্রশাসনকে অবহিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।









