ভারতের উত্তর প্রদেশের সম্বলে মোঘল আমলের শাহী জামে মসজিদে আদালতের নির্দেশে চালানো জরিপের সময় সহিংসতায় চারজন নিহত হয়েছেন। ঘটনার জেরে চলমান পরিস্থিতিতে সেখানে ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে এবং সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় আদালতের নির্দেশে শাহী জামে মসজিদের জরিপ চালানো হচ্ছিল। পিটিশনে দাবি করা হয়েছিল, মসজিদের স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল, যা ১৫২৯ সালে মুঘল সম্রাট বাবর ভেঙে দেন। সমীক্ষার সমর্থকরা এটিকে ঐতিহাসিক সত্য উদঘাটনের প্রক্রিয়া বললেও, সমালোচকরা এই পদক্ষেপকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন।
পরে সকালে সমীক্ষা শুরুর পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা যানবাহনে অগ্নিসংযোগ করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে। বিশৃঙ্খলায় প্রায় ২০ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। মাথায় চোট পাওয়া একজন কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ঘটনার পর সেখানে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং জেলা প্রশাসন ২৫ নভেম্বর পর্যন্ত সব স্কুল (দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে ৩০ নভেম্বর পর্যন্ত কোনো বহিরাগত, সামাজিক সংগঠন বা জন প্রতিনিধি জেলা প্রশাসনের অনুমতি ছাড়া সম্বলে প্রবেশ করতে পারবেন না।
পুলিশ সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে ২১ জনকে আটক করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এর অধীনে মামলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এদিকে সহিংসতা সত্ত্বেও প্রশাসন মসজিদের জরিপ শেষ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে স্থানটির বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় সম্বলে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সক্রিয় রয়েছে। ২৯ নভেম্বরের মধ্যে জরিপের প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।









