ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। দিনের আলোয় ইসরাইলে সবচেয়ে দীর্ঘ হামলা চালিয়েছে ইরান। হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর সোমবার সেখানে ইসরাইলও হামলা চালিয়েছে। পারমাণবিক স্থাপনা ধ্বংস করলেও খেলা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা। ইরানে শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।








