প্যারিস অলিম্পিকে পঞ্চম দিনে রাফায়েল নাদালকে সাথে নিয়েও হেরেছিলেন স্পেনের কার্লোস আলকারাজ। দ্বৈতে হারলেও কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলকে বিদায় করে সেমিফাইনালে উঠেছেন তিনি। শেষ চারে প্রতিপক্ষ পাবেন ক্যাসপার রুড অথবা ফেলিক্স অগার-আলিয়াসিমকে।
রোলাঁ গারোঁর কোর্টে প্রথম সেট ছিল আলকারাজের। ৬-৩এ জিতে দাঁড়াতে দেননি পলকে। দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন যুক্তরাষ্ট্রের পল, ৫-২এ এগিয়ে থেকেও শেষটা রাঙাতে পারেননি।
আলকারাজ ৫-২ থেকে আবারও শুরু করেন ঘুরে দাঁড়াতে। ম্যাচ নিয়ে যান টাইব্রেকে। সেখানে আর পলকে দাঁড়াতে দেননি। ৭-৬ সেটে জিতে নিশ্চিত করেন সেমি।









