এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট এবং নওসাইর মাজরোয়ি। এরিক টেন হাগ ডাচ ক্লাব আয়াক্সে আগে ম্যানেজার ছিলেন এবং তার অধীনে এ দুই খেলোয়াড় খেলেছিলেন। এতে টেন হাগের বিরুদ্ধে ডাচ খেলোয়াড়দের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ তুলেছেন অনেকে। সেটি নাকচ করে দিয়েছেন তিনি।
টেন হাগকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘না, না, কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে না। প্রথমত এটা ক্লাবের সিদ্ধান্ত। এর কোনোটাই আমার সিদ্ধান্তে না।’
‘এখানে বিষয়গুলো সবসময় হয় প্রযুক্তিগত পরিচালক ও ক্রীড়া পরিচালকের মাধ্যমে। সিদ্ধান্তটি সবসময় একের ঊর্ধ্বে উঠে গ্রহণ করা হয়। এর জন্য অবশ্যই খেলোয়াড়দের ব্যক্তিত্ব এবং অর্থের বিষয়টিও ঠিকঠাক হতে হয়।’
২৫ বর্ষী ডি লিট ২০১৯-২০ মৌসুমে জুভেন্টাসে খেলেছেন। ২০২২-২৩ মৌসুমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন। ২৬ বর্ষী মাজরোয়ি ২০২২ সালে আয়াক্স থেকে বায়ার্নে যোগ দেন।









