রাহাত হোসেন: মাদারীপুরের কালকিনিতে মোবাইলে গেম খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে মো. আজিজুল সরদার (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ভুক্তভুগি সেই শিশু বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় মেম্বার জাহাঙ্গীরসহ প্রভাবশালীরা। তবে ছেলের উপর হওয়া নির্যাতনের বিচার চান ভুক্তভোগী পরিবার।
গত শুক্রবার আলীপুর গ্রামের সিকিমালী সরদারের ছেলে আজিজুল সরদার দুপুরে একই গ্রামের পঞ্চম শ্রেণি পড়ুয়া এক ছাত্রকে মোবাইলে গেম খেলতে দেয়ার প্রলোভন দেখিয়ে পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এসময় ছাত্রটি চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসায় পালিয়ে যায় আজিজুল সরদার।
আহত সেই ছাত্রকে হাসপাতালে আনতে বাধা দেয় স্থানীয় প্রভাবশালীদের একটি দল। সালিশের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীরসহ প্রভাবশালী মহলটি। বাধ্য হয়ে প্রাথমিকভাবে শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে পরিবারটি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকালে তাকে ভর্তি করা হয় মাদারীপুর সদর হাসপাতালে। সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে তারা।
মাদারীপুর সদর মেডিকেল অফিসার ইফতে আরা হোসেন বলেন, ধর্ষণের শিকার ১০ বছর বয়সী এক শিশু ভর্তি রয়েছে হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।









