তেজগাঁও কলেজে দুই গ্রুপের মারামারিতে আহত হয়ে হাসপাতালে নিহত সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করা কলেজের শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে রাস্তায় নেমে আসে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা না হলে আন্দোলন চলবে বলে দাবি জানায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রদলের দুই গ্রুপ হলের ভেতরে মাদক সেবন করায় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে হাতাহাতি হয়। হামলায় তিনজন আহত হয়েছেন, গুরুতর আহত হন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। তিনি ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে মারা যান।










