ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কেমিক্যাল পদার্থের খালি ড্রাম বিস্ফোরণে রায়হান (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। একই ঘটনায় লোকনাথ দাস (২৪) নামে এক ওয়ার্কশপ মালিক গুরুতর আহত হন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার লালপুর বাজারে অবস্থিত লোকনাথ ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চাঁনপুর গ্রামের আকবর হোসেনের ছেলে। সে লালপুর বাজারের সুলতান মিয়ার ডগইয়ার্ড ওয়ার্কশপে কাজ করত।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে লোকনাথ দাস তার ওয়ার্কশপে একটি কেমিক্যাল পদার্থের খালি ড্রাম গ্রাইন্ডার মেশিন দিয়ে কাটছিলেন। ড্রামটির মুখ (ছিপি) বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ড্রামটির ভেতরে দাহ্য গ্যাস জমা ছিল। গ্রাইন্ডার মেশিন চালু করার সঙ্গে সঙ্গেই ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় রায়হান লোকনাথের ওয়ার্কশপের সামনে দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের ফলে ড্রামের ধাতব অংশ ছিটকে গিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত লোকনাথ দাসকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল আলম চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।









