ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াছমিনের সঙ্গে বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে।
দাবির মধ্যে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করা, সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং দেশের কারিগরি সব পদে এখাতের শিক্ষিত জনবল নিয়োগ দেয়াসহ নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে দিনভর বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে রাজধানীতে নাগরিকদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।
এদিকে, ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে জেলায় জেলায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।









