পূর্ব ঘোষণা অনুসারেই বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ‘সিকান্দার’ এর বেশে হাজির হলেন সালমান খান। সামনে এসেছে অ্যাকশন প্যাকড ‘সিকান্দার’র টিজার।
এক মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয় সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। ‘আপনে আপকো বহুত বড়া ‘সিকান্দার’ সামঝতা হ্য়ায় তু? ইনসাফ দিলানে আয়া তু?’ প্রশ্ন উঠতেই উত্তর এল ‘ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ’। এরপরেই দেখা মেলে ‘সিকান্দার’-এর।
এরপরেই টিজারটি অ্যাকশন সিকোয়েন্সগুলিতে রূপান্তরিত হয়, যেখানে সালমানকে তার সিগনেচার স্টাইল লার্জার-দ্যান-লাইফ অবতারে দেখানো হয়। দেখা মেলে তার চির পরিচিত সেই ‘সোয়াগ’-এর। তিনি একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করেন। অনায়াসে তাদের ঘুষি ও লাথি মেরে পর্যুদস্ত করতে দেখা যায়। অ্যাকশনটি বিভিন্ন পটভূমিতে উঠে আসে। কবরস্থান থেকে বিমানবন্দর সংলগ্ন এলাকা সর্বত্রই অ্যাকশনের মেজাজে দেখা মেলে সাল্লু বসের।
অ্যাকশনে ভরপুর এই টিজারে মন কাড়ে ‘কায়দে মে রহো ফায়েদে মে রহো’ এবং ‘ইনসাফ নেহি হিসাব করনে আয়া হুঁ’-এর মতো ওয়ান-লাইনার ডায়ালগগুলি। টিজারে দেখা মিলেছে ভাইজান-এর নায়িকা রাশমিকারও। ‘সিকান্দার’র প্রেমিকার চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও টিজারটি নাচ ও গানে ভরপুর।
গত বছর মুক্তি পেয়েছিল ‘সিকান্দার’র প্রথম টিজার। এক মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সালমান এমন একটা ঘরে ঢুকছেন যে ঘরটিতে অস্ত্র ভর্তি। আর সেখানে রয়েছে বর্ম পরিহিত সামুরাই সেনা। মনে হচ্ছিল যে, তিনি একটি ফাঁদে পা দিয়েছেন। তবে ঠিক তখনই তিনি বলেন, ‘সুনা হ্যায় কি বহত সারে লোগ মেরে পিচে পাড়ে হ্যায়। বাস, মেরি মুড়নে কি ডর হ্যায়। (আমি শুনেছি অনেকে আমার জন্য এটি বের করেছেন। শুধু আমার ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন)’।
২০২৫ সালের ঈদে সিনেমাহলে মুক্তি পাবে সলমনের ‘সিকান্দার’। এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি গজনি, থুপ্পাক্কি, হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি এবং সরকারের মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনার জন্য পরিচিতি পেয়েছেন এবং ছবিটির প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।










