Advertisements
দেশী সিনেমায় এখন ‘তুফান’ এর দাপট! ঈদের দিন থেকে প্রায় সোয়া একশো প্রেক্ষাগৃহে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত এই ছবি। আর এই দিনেই এলো এই অভিনেতার বহুল প্রতীক্ষিত আরেক ছবি ‘দরদ’ এর টিজার!
ঈদের দিন সন্ধ্যায় এসকে মুভিজের ইউটিউবে প্রকাশিত হয় প্রায় দেড় মিনিটের টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো না ভয়ংকর এক রহস্য পুরুষ!
টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে অনন্য মামুনের ছবি ‘দরদ’। পাশাপাশি শাকিবের সাথে বলিউডের সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও আছে টিজারে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন। মনে করা হচ্ছে, কমার্শিয়াল হিট হতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!
তুফানের দিনে ‘দরদ’ এর টিজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও দিন শেষে টিজারটির প্রশংসা করছেন অধিকাংশ নেটিজেন! ফয়সাল শুভ নামের একজন টিজারটি দেখে লিখেছেন, ‘দুর্দান্ত শাকিব খান প্রতিনিয়ত যেনো ভাঙছে নিজেকে।’ তানভীর লিখেছেন, “এই প্রথম শাকিব খানের কোন মুভির ট্রেইলার দেখে মুগ্ধ হলাম।” রহমান মতি লিখেছেন, “পুরোনো শাকিব খানের অভিনয়শক্তির আরেকটা নমুনা এ টিজার।”
শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।









