প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার ১৪ জুলাই দুপুরের বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে কর্মবিরতি ও চলমান ইস্যুতে বক্তব্য রাখেন শিক্ষকরা।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বরা অভিয়োগ করে বলেন, সরকারের ভেতর থেকে একটি মহল সার্বজনিন পেনশনের নামে যে দ্বিধা বিভাক্তি সৃষ্টি করে বিভ্রান্তির সৃষ্টি করেছে তাদেরকেই শিক্ষক আন্দোলন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের কর্মবিরতি ও ক্লাস বিরতির দায় নিতে হবে।
শিক্ষক নেতৃবৃন্দ বলছেন, প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি শিক্ষকদের আত্ম মর্যাদাতে আঘাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আত্মমর্যাদা পুনরুদ্ধারে সাধারণ শিক্ষকরা তাদের দাবিতে কর্মবিরতি ও আন্দোলন করছেন। তাই শিক্ষকেরাই নির্ধারণ করবেন আন্দোলন কর্মবিরতি থেকে ফিরবেন কি না।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ৪০টি বিশ্বিবদ্যালয়ের শিক্ষক নেতারা অনলাইনে মিটিং করেন।









