Advertisements
নতুন মজুরি নির্ধারণের পর কাজে ফিরতে শুরু করেছেন চা শ্রমিকরা। কোথাও কোথাও আনন্দ উল্লাসও করছেন তারা। রোববার সাপ্তাহিক ছুটির কারণে অনেক চা বাগানে কাজ না হলেও সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। তবে, মজুরি পরবর্তী সময়ে আরও বাড়ানো হবে বলে আশা করছেন শ্রমিকদের অনেকে। এম এ সালাম, চৌধুরী ফরিয়াদ এবং সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদ এর রিপোর্ট।







