শ্রীমঙ্গলে শ্রীগোবিন্দপুর চা বাগানে মালিক-শ্রমিক সমন্বয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে নতুন বছরে গাছ থেকে চা পাতা উত্তোলন শুরু করা হয়েছে। পাশাপাশি সনাতন ধর্মের চা শ্রমিকরা তাদের পূজা-প্রার্থনা করে চা পাতা তোলার কাজ শুরু করেন।
আজ (১০ মার্চ) সোমবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের মালিক, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক, জেলা বিএনপি নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু তার নিজ শ্রমিকদের সাথে নিয়ে বাগানের ৩ নং সেকশনে চা পাতা উত্তোলন উদ্বোধন করেন।
মালিক এবং শ্রমিকের মধ্যে সুসম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীগোবিন্দপুর চা বাগান। কমলগঞ্জ উপজেলা ভানুগাছ পাত্রখোলা সড়কের পাশ ঘেঁষে অবস্থান শ্রীগোবিন্দপুর চা বাগানের। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের মতো সবাই মিলে মিশে একতাবদ্ধ থাকার অনন্য নজির গড়েছেন।
মো. মহসিন মিয়া মধু বলেন, সকল ভেদাভেদ ভুলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে। যেখানে সকলের কথা বলার, বসার এবং চলার সমান অধিকার নিশ্চিত থাকবে। ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। আমরা চাই আমাদের সমাজ হবে বৈষম্যহীন ও সম্প্রীতির।
তিনি বলেন, আমার বাগানের শ্রমিকদের ভালো-মন্দ সবটাই আমি নজরে রাখি। তারাও আমাকে ভালোবাসে। ব্যবসার বাইরেও চা শ্রমিকদের সার্বিক কল্যাণের বিষয়টি আমার ভাবনায় থাকে।









