টিসিবি এর পণ্যের মূল্যে আবার সমন্বয় করা হয়েছে। চিনির দাম ১০০ টাকার পরিবর্তে পূর্বের নির্ধারিত মূল্য ৭০ টাকা বহাল রাখা হয়েছে।
আজ ৭ মার্চ বৃহস্পতিবার পণ্যের মূল্যে আবার সমন্বয় করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চিনির দাম বাড়ানোর চেষ্টা দেখা যাচ্ছে বাজারে। টিসিবি এর চিনির দাম বাড়ানো বাণিজ্য মন্ত্রণালয়ের ভুল ছিল, তা সংশোধন করে আগের দাম বহাল রাখা হয়েছে। যেন রমজানে মানুষ ভালোভাবে ইফতার করতে পারে।
দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মার্চ মাসের টিসিবি পণ্য কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, রমজানে বাজারকে কে প্রভাবিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়।
গত ২ থেকে ৩ মাস টিসিবিতে চিনি বিক্রি বন্ধ ছিল। আগামীকাল থেকে আবার চিনি বিক্রি শুরু হলেও দাম বাড়িয়ে কেজিতে এর মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা। রমজান উপলক্ষ্যে আজ থেকে সারা দেশে দ্বিতীয় পর্বের পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। এতে চিনির দাম ১০০ টাকার পরিবর্তে পূর্বের নির্ধারিত মূল্য ৭০ টাকা বহাল রাখা হয়েছে।
রমজানে ১০০ টাকার চিনি ৭০ টাকায় কিনতে পারবেন টিসিবি ফ্যামিলি কার্ডধারীরা। এছাড়াও ৩০ টাকা মূল্যে চাল, ৬০ টাকা কেজি মশুর ডাল, ১০০ টাকা লিটার সয়াবিন তেল, খেজুর ১৫০ টাকা মূল্যে ৫টি পণ্য দিচ্ছে টিসিবি।









