আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে ডেট করছেন টেইলর সুইফট, এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এবার সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে তাদের যা প্রেমের গুঞ্জন আরও উসকে দিয়েছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটিতে ট্র্যাভিসের গালে চুমু দিতে দেখা গেছে টেইলর সুইফটকে। ছবিতে টেইলর সুইফটকে কানসাস সিটি চিফের জার্সি পরে থাকতে দেখা গেছে। সাথে কালো মিনিস্কার্ট।
ট্র্যাভিস কেলসের সাথে টেইলর সুইফটকে দেখে ভক্তদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমাদের বার্বি এবং তার কেন।’ আরেকজন লিখেছেন, ‘ট্র্যাভিসের সঙ্গে হিংসা হচ্ছে।’
চলতি বছরের আগস্টে ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙেছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। দীর্ঘ ছয় বছর ধরে তারা প্রেমের বন্ধনে আবদ্ধ ছিলেন।
সূত্র: কইমই







