ফুটওয়্যার ব্র্যান্ড ‘স্টেপ’ এর সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।
এই ফুটওয়্যার ব্র্যান্ড আসন্ন ঈদুল ফিতরে সারাদেশে স্টাইলিশ, কমফোর্টেবল ঈদ কালেকশন আনতে যাচ্ছে। নতুন এই ঈদ কালেকশন উপলক্ষে আয়োজন করা হয় ‘স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের সাথে প্রেস মিট’।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক ফ্যাশন ও আরামের নিখুঁত সমন্বয়ে তৈরি এই বিশেষ কালেকশন ক্রেতাদের উৎসবের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ প্রেস মিটে তৌসিফ-তিশা ছাড়াও উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, পরিচালক তানজিনা আনোয়ার কবির ও এ্যাড সাইনের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম।
তৌসিফ মাহবুব বলেন, আমি হয়তো এখনও অনেক বড় অভিনেতা হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করে যাচ্ছি। একইভাবে স্টেপও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে এই ব্র্যান্ডটি সবার কাছে বিশ্বস্ততা অর্জন করে ফেলেছে। দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে স্বাচ্ছন্দ্য, আত্মবিশ্বাস ও নির্ভরযোগ্যতার যে প্রতিচ্ছবি স্টেপ তুলে ধরে, তা আমার ব্যক্তিগত জীবনবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে স্টেপ ফুটওয়্যার খুব শিগগিরই দেশের অন্যতম শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।
তানজিন তিশা বলেন: “স্টেপ ফুটওয়্যার একটি আধুনিক, আত্মবিশ্বাসী ও বিশ্বাসযোগ্য দেশীয় ব্র্যান্ড, যার প্রতিটি পণ্যে গুণগত মান ও নান্দনিকতার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে। আমি সেই ক্লাস এইটে পড়ার সময় থেকে এটি ব্যবহার করি। এখন আমি স্টেপ ফ্যামিলির সদস্য। এমন একটি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কারণ স্টেপ কেবল ট্রেন্ডি ফ্যাশন নয়—গ্রাহকের স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
এর ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “গ্রাহকদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আসন্ন ঈদকে ঘিরে আমরা নিত্যনতুন ডিজাইনের মানসম্মত, আধুনিক ও ট্রেন্ডি ফুটওয়্যার উপহার দিতে প্রস্তুত।”









