প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে প্রথম সোনার দেখা পেয়েছে সাউথ আফ্রিকা। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন সাঁতারু তাতিয়ানা স্মিথ। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা জিতেছেন ইতালির থমাস সেকন।
মেয়েদের ব্রেস্টস্ট্রোকে সোনা জয়ের পথে ১ মিনিট ০৫.২৮ সেকেন্ড সময় নিয়েছেন স্মিথ। ১ মিনিট ০৫.৫৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের ট্যাং কিয়ানটিং। ব্রোঞ্জ জিতেছেন ম্যাক শ্যারে মনা। ১ মিনিট ০৫.৫৯ সেকেন্ড সময় নেন তিনি।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে থমাস সেকন সময় নেন ৫২.০০ সেকেন্ড। ৫২.৩২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের জু জিয়াউ। ৫২.৩৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন ২০১৬ রিও অলিম্পিকের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি।









